চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দল কর্মী খুন, মায়ের মামলায় আসামি ২৪
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পিএম
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় স্বেচ্ছাসেবক দলের কর্মী ইমাম হোসেন ইমন হত্যায় জড়িত সন্দেহে মো. রাকিব হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে ইমন হত্যার ঘটনায় জাতীয়তাবাদী কৃষক দল নেতাসহ ২৪ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের তিন দিন পর মামলাটি দায়ের করেন ইমনের মা হেলেনা বেগম।
মামলায় দল থেকে সদ্য বহিষ্কৃত কৃষক দল নেতা শাহ আলমসহ ২৪ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৩০-৪০ জনকে।
মামলার এজাহারে বলা হয়েছে- ইমাম হোসেন ইমন দিনমজুরের কাজ করেন। তাদের নিজ বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার চাঁদকাঠি বাজারের নাওটানা আচের উদ্দিন হাওলাদার বাড়িতে। বায়েজিদ আমিন কলোনির মাঠের পূর্ব পাশে বাপ্পি জমিদারের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। গত ১১ অক্টোবর রাত ৮টার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি বাসায় গিয়ে ইমনকে শান্তিনগরে ডেকে নিয়ে যান। সেখানে সংঘর্ষের সময় বেধড়ক মারধরের শিকার হন ইমন। পুলিশ আহত ইমনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ১২ অক্টোবর মারা যান।
ওই ঘটনার জের ধরে জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহবায়ক শাহ আলম, ছাত্রদল মহানগর শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও তার ভাই মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সবুজকে দল থেকে বহিষ্কার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান যুগান্তরকে জানান, ইমন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়েছে।