সাভারের একাধিক হত্যা মামলার আসামি
ঢাকা যুবলীগের আহবায়ক মিজান পটুয়াখালীতে আত্মসমর্পণ
যুগান্তর প্রতিবেদন (ঢাকা উত্তর)
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পিএম
ঢাকা জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ওরফে জিএস মিজান পটুয়াখালীতে আত্মসমর্পণ করেছেন। তিনি সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের করা হত্যাসহ একাধিক মামলার আসামি।
মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আত্মগোপন চলে যান এই যুবলীগ নেতা।
পটুয়াখালী জেলার পুলিশ সুপার আনোয়ার জাহিদ জানান, মঙ্গলবার বিকাল ৩টার দিকে মিজানুর রহমান ওরফে জিএস মিজান নিজের রাজনৈতিক পরিচয় জানিয়ে মহিপুর থানার ওসিকে ফোন করে দেখা করতে চান। তখন কারণ জানতে চাইলে আত্মসমর্পণের কথা জানান।
কেন আত্মসমর্পণ করতে চান? ওসির এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান জানান- ঢাকা জেলার সাভার ও আশুলিয়া থানায় তার নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপন করে কুয়াকাটা এলাকায় অবস্থান করছেন। তাই এভাবে পালিয়ে না থেকে আত্মসমর্পণই উত্তম।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মিজানুর রহমান ওরফে জিএস মিজান থানায় আসেন। তিনি নিজেকে ঢাকা জেলা যুবলীগের আহবায়ক বলে পরিচয় দিয়ে নিরাপত্তাজনিত কারণে আত্মসমর্পণ করেন।
ওসি বলেন, পরে আমরা সাভার থানার সঙ্গে কথা বলে নিশ্চিত হই, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলাও রয়েছে। এরপর আমরা তাকে আটক দেখিয়ে নিজেদের হেফাজতে নেই। ঢাকা জেলার সাভার থানা পুলিশকে দ্রুত এসে আসামিকে নিজেদের জিম্মায় নিতে বলেছি।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি, আমাদের থানার একজন আসামি পটুয়াখালী জেলার মহিপুর থানায় আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। বিকাল ৪টায় আমার থানার ৪ সদস্যের একটি টিম পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়েছে।