Logo
Logo
×

সারাদেশ

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা তিন দিনের রিমান্ডে

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩১ পিএম

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা তিন দিনের রিমান্ডে

বগুড়া সরকারি আজিজুল হক কলেজছাত্র আবু রুহানী হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। মঙ্গলবার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম তাসকিনুর রহমান এ আদেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জিয়াউর রহমান আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

পুলিশ ও মামলা সূত্র জানায়, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা সদরের মানিকচক হিন্দুপাড়ার ডা. মুকুল সাহার ছেলে। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ও আগে তার বিরুদ্ধে ছয়টি হত্যাসহ ১১টি মামলা হয়। এরপর তিনি বগুড়া থেকে পালিয়ে যান।

গত ২০১৩ সালের ৩১ জানুয়ারি দুপুরে বগুড়া শহরের ফুলবাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আবু রুহানী খুন হন। এ ব্যাপারে সদর থানায় হত্যা মামলা হয়। পরে মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রুহানী হত্যা মামলায় রাজশাহী মহানগর ডিবি পুলিশ গত ৬ অক্টোবর রাতে লক্ষ্মীপুর এলাকার আত্মীয় বাড়ি থেকে সজীব সাহাকে গ্রেফতার করে। পরদিন বিকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে জুতা ও ডিম নিক্ষেপ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম