Logo
Logo
×

সারাদেশ

সাবেক এমপি মানিককে ১০ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৬:১২ পিএম

সাবেক এমপি মানিককে ১০ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুহিবুর রহমান মানিককে ১০ দিনের রিমান্ডে পেতে চায় পুলিশ। গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার মুহিবুর রহমান মানিকের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

মঙ্গলবার পূর্বনির্ধারিত শুনানি তারিখে চিফ জুডিশিয়াল তৃতীয় আদালতের বিচারকের কাছে এ রিমান্ড আবেদন করা হয়। পরে সংশ্লিষ্ট দ্রুত বিচারকের আদালত না থাকায় বিচারক মুহা. হেলাল উদ্দিন আগামী ২০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। মানিক ছাড়াও এ মামলায় গ্রেফতার বাকি ৩২ আসামির ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুল হক। তিনি বলেন, ৪ আগস্টের ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার আসামি সাবেক এমপি মুহিবুর রহমান মানিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এ মামলায় গ্রেফতার ৩২ আসামির ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। এ রিমান্ড আবেদন পাওয়ার পর আদালত আগামী ২০ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেছেন।

এর আগে ১০ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট দ্রুতবিচার আদালতের বিচারক না থাকায় তাকে কারাগারে প্রেরণ করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। পরে তিনি আজ ১৫ অক্টোবর মঙ্গলবার শুনানির তারিখ ধার্য করেন।

গত ৮ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মহিবুর রহমান মানিকে গ্রেফতার করে র‌্যাব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম