১৬ বাংলাদেশি জেলে ফেরত দিল আরাকান আর্মি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৩:১৯ পিএম
মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হেফাজতে থাকা বাংলাদেশি ১৬ জন জেলেকে দেশে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ফেরত আসা জেলেরা হলেন- মো. ইসমাইল (২৭), আব্দুল হাফেজ (২৮), আজিজুর রহমান (৪৫), আবু হেনা (৪০), আলী (৪০), আরাফাত (৩০), মো. হেলাল (২৮), আমান উল্লাহ (৫০), নবী হোসেন (২৮), মো. সলিমুল্লাহ (৪৫), মো. ইউনুস (৫২), মো. সাগর (২২), মো. সেলিম (২৮), দিল মোহাম্মদ (২৭), রহিম উল্লাহ (৫২) এবং মো. জয়নাল (৫৫)।
লে. কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ জানান, গত ২৮ সেপ্টেম্বর কক্সবাজারের নুনিয়াছড়া ফিশারি ঘাট থেকে ১৬ জন জেলে একটি ট্রলারে করে গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। মাঝ সাগরে গত ৫ অক্টোবর সন্ধ্যায় সশস্ত্র ডাকাত দল তাদের ওপর আক্রমণ এবং মারধর করে ট্রলারের ডেকে বন্দি করে রাখেন। গত ৭ অক্টোবর ভোরে তাদেরকে মিয়ানমারের একটি চরে ছেড়ে দেয় সন্ত্রাসীরা।
পরে জেলেরা মিয়ানমারের সাধারণ জনগণের মাধ্যমে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং প্রাণ বাঁচাতে স্বেচ্ছায় তাদের কাছে আত্মসমর্পণ করেন। প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত ১৩ অক্টোবর বিষয়টি পরিবারের পক্ষ থেকে বিজিবিকে অবগত করা হয়।
পরে বিজিবি মিয়ানমার আরাকান আর্মির সঙ্গে সমন্বয় করে সোমবার সন্ধ্যায় নাফ নদী সীমান্ত দিয়ে ১৬ জন জেলেকে বাংলাদেশে ফেরত আনেন। আইনি প্রক্রিয়া শেষে জেলেদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেন। এমন প্রশংসনীয় উদ্যোগের জন্য বিজিবিকে ধন্যবাদ জানান ফেরত আশা জেলেদের স্বজনেরা।
ফিরে আসা জেলে সলিম উল্লাহ জানান, বঙ্গোপসাগরের মাঝ সাগরে ডাকাতরা আমাদের অবর্ণনীয় নির্যাতন করেছে। প্রাণে বেঁচে থেকে দেশে পরিবারের কাছে ফিরতে পারার আশা আমাদের কারো ছিল না। আল্লাহ রহমত আমাদের দেশের বিজিবির সহযোগিতায় আমরা প্রাণে বেঁচে ফিরে এসেছি। তাই আমরা বিজিবির প্রতি কৃতজ্ঞ।