পদ্মায় জেলেদের জালে মিলল মৃত ডলফিন
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০২:১৬ পিএম
মাদারীপুরের শিবচরে ইলিশ রক্ষা অভিযানকালে শিবচরের পদ্মা নদী থেকে অসাধু জেলেদের পাতা কারেন্ট জাল থেকে মৃত অবস্থায় একটি ডলফিন উদ্ধার করেছে প্রশাসন।
এছাড়া গত ২৪ ঘন্টায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। এ সময় ১০ কেজি ইলিশ উদ্ধার করা হয়।
শিবচর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় প্রতিদিনের ন্যায় সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও নৌপুলিশের দল। অভিযানকালে পদ্মা নদীর কাঁঠালবাড়ি এলাকায় অসাধু জেলেদের পাতা অবৈধ কারেন্ট জালে আটকা অবস্থায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।
ডলফিনটির ওজন প্রায় ২৫ কেজি, লম্বায় প্রায় আড়াই ফুট, প্রায় ৩ মাস বয়সি বলে জানান উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে জেলেদের নিষিদ্ধ জালে আটকা পড়ে একটি ডলফিন মারা গেছে। আমাদের টিম জব্দকৃত জালে মৃত অবস্থায় ডলফিনটিকে উদ্ধার করেছে।