Logo
Logo
×

সারাদেশ

থানায় হামলা-ভাঙচুর, রিমান্ডে বহিষ্কৃত যুবদল নেতা মিঠু

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৪ পিএম

থানায় হামলা-ভাঙচুর, রিমান্ডে বহিষ্কৃত যুবদল নেতা মিঠু

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সাতক্ষীরা সদর থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক শামিম আক্তার সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ম আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে বিচারক মো. সালাউদ্দিন আহমেদ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই আদেশে সোমবার বিকাল ৪টা থেকে মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে রিমান্ড শুনানি নিষ্পত্তি করতে বলা হয়েছে।

গ্রেফতারকৃত নাছিম ফারুক খান মিঠু শহরের দক্ষিণ পলাশপোলের আব্দুস সোবহান খানের ছেলে। তিনি সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি। তিনি যুবদলের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় ২০১৬ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৫ আগস্ট সন্ধ্যায় এক থেকে দেড় হাজার ক্ষুব্ধ জনতা সাতক্ষীরা সদর থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক তাপস কুমার ঘোষাল বাদী হয়ে অজ্ঞাত এক থেকে দেড় হাজার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ মামলায় নাছিম ফারুক খান মিঠুকে গত ৫ অক্টোবর শনিবার দিনগত রাতে সেনা সদস্যরা অভিযান চালিয়ে তার বাড়ি থেকে আটক করেন। জিজ্ঞাসাবাদ শেষে পরদিন বিকালে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। গত ৯ অক্টোবর তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানালে শুনানি শেষে আমলি আদালত-১ এর বিচারক নয়ন কুমার বড়াল তার রিমান্ড নামঞ্জুর করেন।

এরপর তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শামিম আক্তার সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ম আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক শামিম আক্তার জানান, রিমান্ড মঞ্জুর হওয়ার পর নাছিম ফারুক খান মিঠুকে জিজ্ঞাসাবাদের জন্য সাতক্ষীরা সদর থানা হেফাজতে আনা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম