শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল দুই মাদ্রাসা শিক্ষার্থীর
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫২ পিএম
ক্লাস শেষে ফেরার পথে শখের বসে শাপলা ফুল তুলতে গিয়ে প্রাণ গেল মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের দুই মাদ্রাসা শিক্ষার্থীর। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো দিঘী ইউনিয়নের খরসতাই গ্রামের মো. রফিকুল ইসলাম সরদারের মেয়ে স্নেহা আক্তার সিনহা (৭) ও একই ইউনিয়নের পার্শ্ববর্তী কাকজি নগর গ্রামের বাবু কাজীর মেয়ে আনহা আক্তার (৭)। তারা দুজনই স্থানীয় কয়ড়া মাদ্রাসাতুল ওহি আল ইসলামিয়া মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ত।
পরিবারের সদস্য, মাদ্রাসার শিক্ষিকা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শিশুদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যায় শিশু স্নেহা আক্তার সিনহা ও আনহা আক্তার। পরীক্ষা শেষে সিনহা বাড়িতে গিয়ে পোশাক পরিবর্তন করে।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে আনহাসহ অন্যান্য শিশুদের সঙ্গে সিনহা মাদ্রাসার কাছে ৭-৮ জন শিশু ডোবার পানিতে ফুটে থাকা শাপলা তুলতে যায়। এ সময় সিনহা ও আনহা ডোবার পানিতে তলিয়ে যায়। এরপর অন্যান্য শিশুরা বাড়িতে ফিরে যায়। পরে বাড়িতে গিয়ে শিশুরা সহপাঠী সিনহা ও আনহা পানিতে ডুবে যাওয়ার ঘটনা জানায়।
বেলা সাড়ে ১১টার দিকে দুই শিশুর স্বজন ও স্থানীয় লোকজন ডোবার পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে। এরপর অচেতন অবস্থায় শিশু সিনহাকে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং আনহাকে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় দিঘী ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন আহমেদ বলেন, ওই দুই শিশু সাঁতার জানত না।
মানিকগঞ্জ সদর থানার ওসি এম আমানুল্লাহ জানান, ঘটনা শোনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।