Logo
Logo
×

সারাদেশ

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:২৬ পিএম

কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় রনি মহন্ত (৩২) ও কামিনী জাহিদ (৩৪) নামে ২ জনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেকের ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত রনি মহন্ত জেলার পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শঙ্কর মহন্তের ছেলে ও কামিনী জাহিদ একই গ্রামের খোরশেদ আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৬ মে রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে একা থাকায় তার নিজ বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ওই দিনই পাঁচবিবি থানায় মামলা দায়েরের পরদিন রাতে পুলিশ রনি মহন্ত ও কামিনী জাহিদকে গ্রেফতার করে। ওই বছরের ৮ মে রাতে গ্রেফতারকৃতরা জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচবিবি থানার এসআই হাবিবুর রহমান ২০২২ সালের ৩০ নভেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

জয়পুরহাটের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন মোস্তাফিজার রহমান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম