Logo
Logo
×

সারাদেশ

কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য

Icon

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:১৯ পিএম

কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য

লালমনিরহাটের তিস্তা টোলপ্লাজার কাছ থেকে প্রায় ৩ কোটি ১৯ লাখ টাকার ভারতীয় চোরাচালানি দ্রব্যসহ কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান জব্দ করেছে বিজিবি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে, তারা গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী কুরিয়ার সার্ভিসের একটি কার্গো কাভার্ডভ্যানে তল্লাশি করে ভারতীয় অবৈধ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করে, যার সর্বমোট মূল্য ৩ কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকা।

এই অবৈধ ভারতীয় মালামালের মধ্যে রয়েছে- ২ কোটি ১৯ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১৪৬৬ পিস উন্নতমানের শাড়ি, ১৫ লাখ টাকা মূল্যের ১ হাজার প্যান্ট পিস, ৪৪ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ১ হাজার ৪৭৯টি পাঞ্জাবি। কাভার্ডভ্যানের মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা।

লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম