চাঁদা না দেওয়ায় যুবককে পিটিয়ে আহত, গ্রেফতার ১
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:০৮ পিএম
ঢাকার দোহারে চাঁদা না দেওয়ায় অমি হাসান (১৭) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার উপজেলার বিলাশপুর ইউনিয়নের দেবীনগরের পূর্বচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সালাউদ্দিন ওরফে মনির হোসেন (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সালাউদ্দিন ওরফে মনির রোববার বিকালে জোরপূর্বক অমি হাসানদের জমিতে গাছের চারা রোপণ করতে যায়। এতে অমি বাধা দিলে মনির তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় মনির তার সাঙ্গোপাঙ্গ নিয়ে অমির ওপর হামলা করে। আহত অমিকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎসা শেষে বিকালে অমি ও তার বাবা বাড়িতে যাওয়ার পথে সালাউদ্দিন ওরফে মনির তার সাঙ্গোপাঙ্গ নিয়ে পুনরায় তাদের ওপর হামলা করে।
এ সময় সেখানে টহলরত সেনাবাহিনীর সদস্যরা মনিরকে আটক করে দোহার থানা পুলিশে সোপর্দ করে এবং অন্য আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার আহত অমি হাসানের বাবা আব্দুস ছামাদ বেপারি বাদী হয়ে সালাউদ্দিন ওরফে মনির হোসেনকে প্রধান আসামিকে করে দোহার থানায় মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, এর আগে দোহার থানায় সালাউদ্দিন ওরফে মনিরের বিরুদ্ধে চুরি, মারামারি, বিস্ফোরণসহ বিভিন্ন অপরাধে দোহার থানায় আগেই ৬টি মামলা ছিল। এছাড়া সম্প্রতি দোহার থানার কবির আহম্মেদ নামে এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ায় একটি সাধারণ ডায়েরি রয়েছে মনিরের নামে।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, সোমবার আটককৃত আসামি সালাউদ্দিন ওরফে মনিরকে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।