শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত লাশ
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পিএম
প্রতীকী ছবি
নওগাঁর মহাদেবপুরে শ্বশুরবাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলেন সুলতান ওরফে শিপন (২৭) নামের এক যুবক। সোমবার ভোরে উপজেলার রাইগাঁ গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তাদের শোবার ঘর থেকে শিপনের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায় পুলিশ।
শ্বশুরবাড়িতে জামাইয়ের আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে স্ত্রী নাসরিনকে আটক করেছে পুলিশ। মৃত শিপন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে ও রাইগাঁ গ্রামের খাজামুদ্দিনের জামাই।
মৃতের চাচা বিপুল হোসেন জানান, এদিন ভোরে শিপনের স্ত্রী নাসরিন মোবাইল ফোনে শিপন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে- এমন খবর দেয় তাকে। ৭-৮ বছর আগে শিপনের সঙ্গে নাসরিনের বিয়ে হয় এবং তাদের সংসারে আড়াই বছরেরে একটি মেয়ে রয়েছে।
তিনি আরও জানান, বিয়ের বছরখানেক পর থেকেই পারিবারিক কলহের কারণে নাসরিন তার বাবার বাড়িতে থাকত। মাঝে মাঝে শিপন সেখানে বেড়াতে আসতো। অন্যান্য সময়ের মতো রোববার সন্ধ্যায় শিপন সেখানে বেড়াতে আসে। খাওয়া-দাওয়া শেষে রাতে সবাই ঘুমিয়ে পড়লে পারিবারিক কলহের জেরে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে পুত্রবধূ নাসরিনকে আসামি করে থানায় মামলা করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।