Logo
Logo
×

সারাদেশ

আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের রোগী নিয়ে বিপাকে শেবাচিম

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৫৬ পিএম

আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের রোগী নিয়ে বিপাকে শেবাচিম

বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডে ৫৪৩ জন রোগীকে নিয়ে বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। রোববার অগ্নিকাণ্ডের পর মেডিসিন ভবনের রোগীদের হাসপাতালের পুরানো ভবনে স্থানান্তর করে চিকিৎসাসেবা চলছে।

কিন্তু আগে থেকেই অত্যধিক রোগীর চাপসহ অন্যান্য সংকটে ক্লান্ত পুরোনো ভবন। তাই সেখানে আগুনে পোড়া ভবনের রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না বলে অভিযোগ।

এদিকে পুরানো ভবনে আরও রোগী বৃদ্ধি হওয়ায় চরম বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন রোগীদের অন্য সরকারি হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের তৃতীয়তলায় সোমবার বিকাল থেকে কিছু রোগীকে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে শেবাচিম কর্তৃপক্ষ।

রোববারের আগুনের ঘটনায় ওই দিনই ৬ সদস্যের তদন্ত কমিটি করেছে শেবাচিম।

রোগীর স্বজন আবদুল মোতালেব বলেন, আগুন লাগার পর আতংকিত হয়ে রোগীকে এখানে নিয়ে এসেছি। ঠেলাঠেলির মধ্যদিয়ে রোগীকে পুরোনো ভবনে আনা হয়েছে। এখানেও কোনো শয্যা পাইনি। রোগীকে ফ্লোরে শুইয়ে সেবা দেওয়া হচ্ছে। এতে অসুস্থ রোগী আরও অসুস্থ হয়ে গেছেন।

শেবাচিম হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, পুরোনো ভবনে কিছু মেডিসিন রোগীকে বিভিন্ন ওয়ার্ডে শয্যা দিতে পেরেছি, কেউ কেউ ফ্লোরেও ছিল। সোমবার দুপুর পর্যন্ত নতুন রোগীদের জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। আজকে (সোমবার) দুপুরের পর থেকে আগুনে ক্ষতিগ্রস্ত মেডিসিন ভবনে নতুন রোগী ভর্তি শুরু হয়েছে। তিন তলায় রোগীদের শয্যা দেওয়া হচ্ছে। মঙ্গলবার মেডিসিন ভবনের চতুর্থ তলায়ও রোগীদের শয্যা দেব। আগুনে নিচতলার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে নিচতলা বাদে সব তলায় রোগীদের সেবা কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম