Logo
Logo
×

সারাদেশ

২৩ দিন পর কেরানীগঞ্জে অপহৃত শিশুকে উদ্ধার করেছে র‌্যাব

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১০:৪২ পিএম

২৩ দিন পর কেরানীগঞ্জে অপহৃত শিশুকে উদ্ধার  করেছে র‌্যাব

কেরানীগঞ্জে অপহরণের ২৩ দিন পর এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। 

রোববার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার একটি বহুতল ভবনের ৩য় তলার ভাড়া বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। 

এর আগে অপহরণের অভিযোগে তুষারের মামা (মায়ের খালাতো ভাই) শাহরিয়ারকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে তুষারকে উদ্ধার করা হয়। শাহরিয়ার তুষারকে অপহরণ করে তার ভাড়া বাসায় আটকে রেখেছিল। 

রোববার দুপুরে র‌্যাব ১০ এর স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম এসব তথ্য জানান।

জানা যায়, কদমপুর এলাকায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে মাঠে খেলার সময় মামা শাহরিয়ার ফুঁসলিয়ে তুষারকে একটি অটোরিকশায় চড়িয়ে হাসনাবাদে তার ভাড়া বাসায় নিয়ে আটকে রাখে। 

একপর কয়েক দফায় অপহৃতের স্বজনদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ আদায় করে। কিন্তু তারপরও তুষারকে মুক্তি না দিয়ে আরো টাকা দাবি করতে থাকে। নিরুপায় হয়ে ৭ অক্টোবর ভিকটিমের বাবা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেন। 

পরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তুষারের অপহরণের বিষয়টি জানতে পেরে ভিকটিম তুষারকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। 

এরই ধারাবাহিকতায় রবিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার পল্টন থানাধীন কাপ্তান বাজার এলাকা হতে অপহরণকারী শাহরিয়ার রহমান (১৯), পিতা-আরিফুর রহমান, ইকুরিয়াকে দক্ষিণ কেরাণীগঞ্জ, ঢাকা গ্রেফতার করে।

আসামি শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদ করলে সে ভিকটিমকে অপহরণের বিষয় স্বীকার করে এবং তার দেখানো মতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় শাহরিয়ারের ভাড়া করা একটি ৫ম তলা বাড়ির ৩য় তলার একটি কক্ষ হতে ভিকটিম তুষারকে উদ্ধার করা হয়। এ সময় ওই বাসা হতে মুক্তিপণ বাবদ নেওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম