Logo
Logo
×

সারাদেশ

শ্যালিকা-ভাগিনাসহ ১৩ কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১০:০৫ পিএম

শ্যালিকা-ভাগিনাসহ ১৩ কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সাবেক মেয়রের শ্যালিকা, ভাগিনাসহ ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। মোটা অংকের অর্থ লেনদেন করে বিভিন্ন পদে মাস্টাররোলে নিয়োগ দেওয়ার অভিযোগের প্রমাণের পর এ ব্যবস্থা নেওয়া হয়।

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় গোলাম সারোয়ার প্রধান বিপ্লব মেয়র থাকাকালে মোটা অংকের টাকার বিনিময়ে বেশ কয়েকটি পদে তার শ্যালিকা ও ভাগিনাসহ কয়েকজনকে বিভিন্ন পদে নিয়োগ প্রদান করেন। একইভাবে তিনি ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে মাস্টাররোলে নিয়োগ প্রদান করে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন বলে দুদকে অভিযোগ রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের ছাঁটাই করা হয়েছে।

স্বজনপ্রীতি করে নিয়োগ বাণিজ্যের ঘটনায় প্রায় এক বছর আগে পৌর এলাকার বাসিন্দা লিয়াকত মিয়া জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি অভিযোগ তদন্তের মাধ্যমে প্রতিবেদন জমা দেয়।

পলাশবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াছা রহমান তাপাদার এক পত্রে তাদের নিয়োগ বাতিল করেন।

১১ অক্টোবর সন্ধ্যায় বিষয়টি স্বীকার করেন পলাশবাড়ী পৌরসভার প্রকৌশলী মতুর্জা এলাহী।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াছা রহমান তাপাদার বলেন, পৌরসভার আইন মোতাবেক মাস্টাররোলের নিয়োগ বাতিল করা হয়েছে। পরবর্তীতে কাজের ওপর চুক্তিভিত্তিকভাবে তাদের মাস্টাররোলে নিয়োগ প্রদান করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম