Logo
Logo
×

সারাদেশ

কৃষক দল নেতার গাড়িবহরে বোমা হামলা-গুলি, আহত ৬

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১০:০০ পিএম

কৃষক দল নেতার গাড়িবহরে বোমা হামলা-গুলি, আহত ৬

পূজামণ্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল মাহমুদের গাড়িবহরে বোমা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। 

শনিবার রাত ১২টার দিকে নড়িয়া উপজেলার মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৬ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ বলছে- গাড়িবহরের পেছন থেকে হামলা হয়েছে বলে আমরা মেসেজ পেয়েছি।

নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব.) এসএম ফয়সাল মাহমুদ গাড়িবহর নিয়ে নড়িয়া ও সখিপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হয়। রাত ১০টার নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাত ১২টার দিকে নড়িয়া উপজেলা সদরের মাজেদা শওকত আলী হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় রাতের অন্ধকারে মুখোশধারী শতাধিক লোকজন মোটরসাইকেল নিয়ে এসে হামলা চালায়।

গাড়িবহরে থাকা ফকর উদ্দিন, মানিক মিয়া বলেন, এ সময় মুখোশধারী শতাধিক লোকজন ব্যাপক বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এতে আমাদের বহরে ৬ জন আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

কৃষক দলের সহ-সভাপতি কর্নেল (অব.)  এসএম ফয়সাল মাহমুদ বলেন, দুর্বৃত্তরা আমাদের গাড়িবহরে হামলা করেছে। আমি বিষয়টি নড়িয়া থানার ওসিকে জানিয়েছি।  এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করব।

নড়িয়া থানার ওসি মুহা. আসলাম উদ্দিন মোল্লা বলেন, আমরা মেসেজ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি। সেখান থেকে একটি ককটেলে মোড়ানো লাল স্কচস্টেপ উদ্ধার করি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম