Logo
Logo
×

সারাদেশ

কেরানীগঞ্জে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৯:৫৮ পিএম

কেরানীগঞ্জে প্রসূতির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে ভুল চিকিৎসায় রুমা আক্তার (২৫) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৩টায় দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর জাহানারা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ মৃত্যুর জন্য হাসপাতালের মালিক ডা. আবদুল হামিদ মোল্লার ভুল চিকিৎসা ও অবহেলাকে দায়ী করেছেন রোগীর স্বজনরা। তবে নবজাতক বেঁচে আছে। রুমা দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর বেরীবাঁধ এলাকায় হাওড়াহাটি বেরীবাঁধ গ্রামের মৃত নছুর উদ্দিনের মেয়ে। 

স্বামী হাবিবুর রহমান বলেন, শনিবার দুপুরে রুমার প্রসববেদনা শুরু হলে জাহানারা প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসি। রাতে নরমাল ডেলিভারিতে আমার একটি কন্যা সন্তান হয়। রোগীর প্রচুর রক্তক্ষরণ হলেও তা বন্ধে যথাযথ চিকিৎসাসেবা পাননি আমার স্ত্রী। আমি এই হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় হাসপাতালে পরিচালক ডা. আবদুল হামিদ মোল্লাকে আটক করা হয়েছে। রুমার লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম