Logo
Logo
×

সারাদেশ

‘মন খুলে সরকারের সমালোচনা করা যাবে’

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৭:১৫ পিএম

‘মন খুলে সরকারের সমালোচনা করা যাবে’

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করা যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। 

শনিবার বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিথি।

সুচিস্মিতা তিথি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস নিজেই তার সরকারের সমালোচনা করার পরামর্শ দিয়েছেন। বর্তমান সরকার কোনো মিডিয়াকে প্রভাবিত করার চেষ্টা করবে না এবং কোন নিউজের কেমন ট্রিটমেন্ট হবে তা নিয়ে চাপ দেবে না।

তিনি আরও জানান, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং ভোক্তা অধিকারকে কাজে লাগানো হচ্ছে। তবে সরকার মার মার কাট কাটে বিশ্বাসী নয়; তারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বাজার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

সুচিস্মিতা তিথি কক্সবাজারে আসেন সরকারের পক্ষ থেকে দুর্গোৎসব পর্যবেক্ষণের জন্য। বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে আসার সময় প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী প্রেস সচিবের ভগিনীপতি ডা. বিশ্বজিৎ রায় (রাজিব), কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু,  আনছার হোসেন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আযাদ, অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, ইব্রাহিম খলিল মামুন, সায়ীদ আলমগীর, এএইচ সেলিম উল্লাহ উপস্থিত ছিলেন।  এছাড়াও সাংবাদিক জসিম উদ্দিন সিদ্দিকী,  মুহিবুল্লাহ মুহিব,  শাহেদ মিজান, তারেকুর রহমান এবং মহিউদ্দিন মাহী প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম