Logo
Logo
×

সারাদেশ

লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০১:০৪ পিএম

লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে খাদিজা আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে রামগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ টামটা গ্রামের জামতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

শিশু খাদিজা জামতলী বাজার এলাকার হাজী রুস্তম আলী বাড়ির ব্যবসায়ী মো. রাসেল মিয়ার মেয়ে। 

মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত কিরে রাসেল মিয়া জানান, তার ৫ মেয়ে। খাদিজা চতুর্থ সন্তান। ৫ মেয়েকে সকালে নাস্তা খাইয়ে তার মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তখন মেয়েরা বাইরে খেলছিল। কিছুক্ষণ পর খাদিজাকে দেখতে না পেয়ে তার মা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে খাদিজাকে ভাসতে দেখেন তারা। পরে খাদিজাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাটি আমাদের কেউ জানায়নি। খোঁজ নেওয়া হবে।

লক্ষ্ণীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম