Logo
Logo
×

সারাদেশ

রামেকের সার্জিক্যাল মেশিনসহ ৫ জন নাটোরে গ্রেফতার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পিএম

রামেকের সার্জিক্যাল মেশিনসহ ৫ জন নাটোরে গ্রেফতার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে লুট হওয়া সার্জিক্যাল মেশিন নাটোরে উদ্ধার হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন।

গ্রেফতার পাঁচজন হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের আব্দুস সবুরের ছেলে মোহাম্মদ সাব্বির, বারইপাড়া গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম, নতুন গাঁওপাড়া গ্রামের আসাদুল মিস্ত্রির ছেলে মেহেদী হাসান, একই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে রুহুল আমিন এবং নাটোর সদর উপজলোর পশ্চিম মাটিয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে কাওছার আলী কালু। 

পুলিশ সুপার জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট মোসাদ্দেক হোসেন সরকার কর্তৃক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য বরাদ্দকৃত কিছু মেশিন ঢাকা থেকে গ্রহণ করে ট্রাকে রওনা হন। পথে ৮ অক্টোবর রাত দেড়টার দিকে নাটোর থানার কুটিয়াপাড়া এলাকায় পৌঁছলে ত্রিপল কাটার শব্দ হওয়ায় ট্রাকটি থামানো হয়। এ সময় দেখা যায়, ট্রাকের ত্রিপল কেটে ওই সব মেশিন লুট করা হয়েছে। 

এ ব্যাপারে নাটোর থানায় মামলা করা হলে শুক্রবার সারারাত অভিযান চালিয়ে পুঠিয়া থানার কাঁঠালবাড়িয়া গ্রাম থেকে ঘটনার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ সাব্বির এবং আশরাফুল ইসলামকে যন্ত্রপাতি ও দুটি মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। 

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।  প্রেস ব্রিফিংকালে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) একরামুল হক এবং নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী উপস্থিত ছিলেন। 

পুলিশ জানায়, প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের উদ্ধার করা সার্জিক্যাল মেশিনের মধ্যে রয়েছে মেইন পাওয়ার কর্ড, আর্থিন কর্ড, হলুদ ও নীল রঙের ফুট সুইচ, বিপোলার কর্ডসহ ফরসেফ, ১২টি হ্যান্ডনিডল সুইচ এবং ৩০টি ডিসপোজেবল আর্থ প্যাড। এছাড়া ১৫০ সিসি’র একটি পালসার এবং ১৬৫ সিসি’র একটি রানার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম