Logo
Logo
×

সারাদেশ

কামড় দেওয়া রাসেল ভাইপার নিয়ে নিজেই এলেন হাসপাতালে

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪, ১১:০৫ এএম

কামড় দেওয়া রাসেল ভাইপার নিয়ে নিজেই এলেন হাসপাতালে

কামড় দেওয়া রাসেল ভাইপার নিয়ে নিজেই এলেন হাসপাতালে

সাপের কামড় খেয়ে কুদ্দুস খান (৫৫) নামে এক ব্যক্তি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন। যে সাপ কামড় দিয়েছে সেটা সঙ্গে নিয়েই তিনি হাসপাতালে যান। পরে ডাক্তার সাপটি রাসেল ভাইপার বলে চিহ্নিত করে অ্যান্টিভেনম দিয়েছেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 

কুদ্দুস খান বলেন, বৃহস্পতিবার  সন্ধ্যায় বাড়ির পাশে ইছামতী নদীতে মাছ ধরছিলাম। এ সময় আমার বাঁ পায়ে সাপে কামড় দেয়। আমার হাতে থাকা মাছ ধরার চাবুক দিয়ে সাপটা মেরে ফেলি। এছাড়া পাশে থাকা পটোল খেতে থাকা দড়ি দিয়ে পা বেঁধে বাসায় ফিরে আসি। এরপর মহেশপুর ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তাদের কাছে সাপে কাটা কোনো অ্যান্টিভেনম নেই বলে জানায়। পরে রাত সাড়ে ৩টার দিকে যশোর হাসপাতালে ভর্তি হয়েছি। রাত ৪টার দিকে আমাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। 

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ডাক্তার সাজ্জাদুল করিম বলেন, গভীর রাতে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটা দেখে রাসেল ভাইপার বলে চিহ্নিত করা হয়েছে। সেই হিসেবে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তারপরও আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম