Logo
Logo
×

সারাদেশ

বিএনপি নেতার অর্থায়নে মাদারীপুরে রাস্তা সংস্কার

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ পিএম

বিএনপি নেতার অর্থায়নে মাদারীপুরে রাস্তা সংস্কার

জনদুর্ভোগ কমাতে দলের এক নেতার ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কার শুরু করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ধ্বজি মাদ্রাসাসংলগ্ন একটি ইটের সলিং রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। রাস্তা নির্মাণে অর্থায়ন করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। সড়ক নির্মাণে সার্বিক তত্ত্বাবধান করছেন বিএনপি নেতা মো. চুন্নু মাতুব্বর।

স্থানীয়রা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জনসাধারণকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হতো। কয়েকটি গ্রামের মানুষ ছাড়াও এ রাস্তাটি নিয়মিত ব্যবহার করেন স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও। দুর্ভোগের বিষয়টি স্থানীয়রা বিএনপি নেতা খোকন তালুকদারের নজরে আনলে তিনি ব্যক্তিগত অর্থায়নে সংস্কারের উদ্যেগ নেন।

স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী মো. আবির হাসান বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে এ রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে চলাচলের কোনো সুযোগ ছিল না। নতুন করে নির্মাণ করলে অত্র অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে।

সংস্কারের দায়িত্ব পালন করা চুন্নু মাতুব্বর বলেন, এ রাস্তা দিয়ে চলাচলের অনুপোযোগী থাকায় খোকন ভাইকে জানালে তিনি তার নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ কাজ করে দিচ্ছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর বলেন, খোকন ভাই তার নিজ অর্থায়নে ইটের সলিং রাস্তা র্নিমাণ করে দিচ্ছেন তাকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সরকারি বাজেট আসার আগ পর্যন্ত যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন, তাই নিজের অর্থায়নেই সংস্কারের উদ্যোগ নিয়েছি। উপজেলার বিভিন্ন স্থানে এমন আরও বেশ কিছু রাস্তা রয়েছে, যা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী। খুব শীঘ্রই ওই সব রাস্তায়ও সংস্কারের উদ্যোগ নেব।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম