পাঁচ ঘণ্টা বসিয়ে রেখেও ধর্ষণ মামলা নেননি ওসি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পিএম
প্রতিকারের আশায় এক ধর্ষিত শিশুকে (১১) নিয়ে তার বৃদ্ধ বাবা ও মা ৫ ঘণ্টা থানায় বসে থেকে মামলা রজু করতে পারেননি। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বাউফল থানায়।
ধর্ষিত শিশুর মা অভিযোগ করেন, বাউফলের মদনপুর ইউনিয়নের মধ্য মদনপুরা মৃধার বাজার এলাকার আনোয়ার (৪০) নামের এক ব্যক্তি তার চতুর্থ শ্রেণি পড়ুয়া মেয়েকে ফুসলিয়ে ধর্ষণ করে। ৩-৪ দিন আগে আনোয়ার তার মেয়েকে দোকানে নিয়ে ধর্ষণ করে। এরপর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
চিকিৎসক ও স্বজনদের প্রশ্নের জবাবে একপর্যায়ে তার মেয়ে জানায় আনোয়ার নামের এক ব্যক্তি তাকে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করেছে। তাই ধর্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ধর্ষিত মেয়েকে নিয়ে তার বাবা, মা ও এক ভগিনীপতি থানায় গিয়ে ঘটনাটি ওসি কামাল হোসেনকে অবহিত করেন।
এরপর থেকে শুরু হয় নাটকীয়তা। এ ঘটনায় যাতে কোনো মামলা না হয় সেজন্য শুরু হয় তদবির। ওসি মামলা নেব বলে ভিকটিমদের ৫ ঘণ্টা থানায় বসিয়ে রাখেন।
ধর্ষিত শিশুটির ভগিনীপতি অভিযোগ করেন, তিনি বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলেন। ওসি তাকে বলেন, সেকেন্ড অফিসার বাইরে আছেন, থানায় এসে তিনি ব্যবস্থা নেবেন। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে না পারলে বাইরের কোনো কম্পিউটারের দোকান থেকে এজাহার লিখে আনতে বলেন। ওসির এ দায়িত্বহীন কথাবার্তায় সন্তুষ্ট হতে পারেনি ভুক্তভোগী পরিবারটি। পরে নিরুপায় হয়ে সেকেন্ড অফিসারের জন্য তারা থানায় ৫ ঘণ্টা অপেক্ষা করেন।
এ ব্যাপারে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, ভিকটিমসহ স্বজনরা থানায় এসেছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি। কিন্তু তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।