Logo
Logo
×

সারাদেশ

বিশ্বম্ভরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ১

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:৫৭ পিএম

বিশ্বম্ভরপুরে ১৩ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ১

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি গুদাম থেকে ১৩ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত চোরাকারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার জব্দ করা আলামতসহ বিশ্বম্ভরপুর থানায় আব্দুল মালেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

গ্রেফতার আব্দুল মালেক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পশ্চিম কাঁছিরগাতি গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

এর আগে, বুধবার বিশ্বম্ভরপুরের সীমান্ত লাগায়ো কারেন্টের বাজারে থাকা একটি গুদাম থেকে ভারতীয় জিরার চালান জব্দ করার সময় চোরাকারবারি চক্রের ওই সদস্যকে বুধবার গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার সুনামগঞ্জ সেনাক্যাম্প ও জেলা পুলিশের মিডিয়া সেল যুগান্তরকে জানায়, সুনামগঞ্জ সেনাক্যাম্পের ক্যাপ্টেন তরিকুল ইসলামের নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানা পুলিশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ উপজেলার সীমান্ত লাগোয়া কারেন্টের বাজারে একটি সন্দেহভাজন গুদামে যৌথ বাহিনীর অভিযান চালানো হয়। অভিযানে বিনা শুল্কে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা মজুত রাখা ৭২ বস্তা (২১৬০ কেজি) ভারতীয় জিরা জব্দ করা হয়।  

বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থার একটি দায়িত্বশীল সূত্র জানায়, সুনামগঞ্জের তাহিরপুরের লাউরগড় সীমান্তের সাহিদাবাদে থাকা বর্ডার হাটকেন্দ্রিক বাংলাদেশি ব্যবসায়ী ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ করে শুল্ক ফাঁকি দিয়ে সময় সুযোগ বুঝে জেলার বাইরে সরিয়ে নেওয়ার উদ্দেশে জিরার চালনাটি বিশ্বম্ভপুরের কারেন্টের বাজারে ওই গুদামে মজুত করে রাখে।

সূত্র জানায়, তাহিরপুরের লাউরগড়ের বর্ডার হাটকেন্দ্রিক ব্যবসায়ী নামের ওই চক্রটি মূলত বর্ডারহাটের নাম ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বছরজুড়ে চোরাচালানের মাধ্যমে ওপার থেকে নিয়ে আসা মাদক, চিনি, পেঁয়াজ, মসলা, কসমেটিকস, খাদ্যসামগ্রী, থান কাপড়, হুন্ডির টাকাসহ সব ধরনের রমরমা বাণিজ্য চালিয়ে আসছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম