Logo
Logo
×

সারাদেশ

রায়পুরায় পূজামণ্ডপে ভাঙচুরের গুজব, যা বলল পূজা পরিষদ

Icon

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:৩৮ পিএম

রায়পুরায় পূজামণ্ডপে ভাঙচুরের গুজব, যা বলল পূজা পরিষদ

নরসিংদীর রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রায়পুরা থানা প্রশাসন। 

বৃহস্পতিবার বিকালে থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জব্বার। 

তিনি বলেন, অক্টোবরের শুরুতে একটানা ঝড়-বৃষ্টি থাকায় গভীর রাতের যে কোনো সময় রায়পুরা পশ্চিমপাড়া এলাকায় সার্বজনীন অস্থায়ী পূজামণ্ডপের প্রতিমাবিহীন প্যান্ডেলে কাজ চলমান অবস্থায় বৃষ্টির পানি জমার কারণে ছিঁড়ে যায়। এরপর পূজা উদযাপনের নেতাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়; কিন্তু এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছুসংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তি ঘটনার ছবি ফেসবুকে দিয়ে মিথ্যা, বানোয়াট, কাল্পণিকভাবে উসকানিমূলক তথ্য প্রচার করেছে। 

ঘটনার তদন্তে জানা গেছে, অসম্পূর্ণ প্যান্ডেলের কাপড় পানি জমার কারণে ভারি হওয়ায় ছিঁড়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি জিডিও করা হয়েছে। এ বছর রায়পুরায় চলমান সব পূজামণ্ডপে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ফেসবুকে প্রচারিত প্যান্ডেল ছেঁড়ার ব্যাপারটি মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন কান্তি সাহা ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় পাল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম