চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত
চরফ্যাশন দক্ষিণ (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পিএম
চরফ্যাশনে মহাসড়কে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হাবিবুল্লাহ (৩০) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে চরফ্যাশন-দক্ষিণ আইচা মহাসড়কে কাশেমগঞ্জ বাজারের দক্ষিণপাশে বিদ্যুৎ স্টেশনের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুল্লাহ চরফ্যাসন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মোজাম্মেল হকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাবিবুল্লাহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তার বাড়ি থেকে নিজের মোটরসাইকেল চালিয়ে মাদ্রাসায় আসার সময় কাশেমগঞ্জ বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ স্টেশনের সামনে এলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আরো একটি অটোরিকশা এলে অসাবধানতাবশত বেপরোয়া গতির মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।
এ সময় মাদ্রাসা শিক্ষক হাবিবুল্লাহ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।শশীভূষণ থানার নবাগত অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।