Logo
Logo
×

সারাদেশ

রাস্তা যেন মরণফাঁদ, গাড়ি চলাচল বন্ধ

Icon

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৭:৪০ পিএম

রাস্তা যেন মরণফাঁদ, গাড়ি চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ঢাকা সিলেট হাইওয়ে রোডের শ্যামলীঘাট থেকে চান্দুরা বাজারে যাওয়ার এক কিলোমিটার রাস্তা খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। 

রাস্তাটি দিয়ে উপজেলার চান্দুরা, জালালপুর, শ্যামপুর, মানিকপুর ও জগৎপুরসহ আশপাশের ৭-৮টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। খানাখন্দের কারণে রাস্তাটি দিয়ে কোনো ধরনের গাড়ি চলাচল করতে পারছে না। প্রতিদিন কয়েক হাজার মানুষ পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে।

রাস্তাটি ২০১৭-১৮ অর্থবছরে নির্মিত হলেও আর রক্ষণাবেক্ষণ করা হয়নি। নির্মাণের ৭-৮ মাস পর থেকে ভাঙনের সৃষ্টি হয়ে আস্তে আস্তে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। 

জালালপুর গ্রামের রেনু মিয়া জানান, রাস্তা ভাঙার কারণে গাড়ি চলে না। প্রতিদিন এই রাস্তা দিয়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। আমরা কষ্ট করে চলাচল করতে পারলেও রোগীদের অবস্থা করুণ। 

উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, রাস্তাটা সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম