জীবনের নিরাপত্তা চেয়ে নারী-শিশুসহ ৯ পরিবারের সংবাদ সম্মেলন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ০৭:১০ পিএম
ঝালকাঠির কাঁঠালিয়ায় অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক আব্দুল আজিজ ও তার ছেলে মেহেদী হাসান সিহাবের দায়ের করা মামলা ও হত্যার হুমকির ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন নারী ও শিশুসহ ৯ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকাল ১০টায় কাঁঠালিয়া প্রেস ক্লাব সভাকক্ষে এ অভিযোগ করেন উপজেলার ভায়েলাবুনিয়া গ্রামের মোহাম্মাদ মাসুদুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার চাচা ঢাকা মিডফোর্ড হাসপাতালের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক আব্দুল আজিজ তাদের ৯টি পরিবারের সদস্যদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। তার ছেলে মেহেদী হাসান সিহাব তাদের দেশছাড়া করার হুমকি দিচ্ছেন। তারা মামলা ও হামলার হুমকি দিয়ে ৯টি পরিবারের জমাজমি জোর করে দখলে নিয়েছেন।
মাসুদুর রহমান বলেন, ২০০০ সালে আমার বাবা মারা গেলে সব কাগজপত্র আমার চাচা গোপন করে ফেলেন। আমাদের ওয়ারিশ সম্পত্তি কোনোমতেই তার কাছ থেকে বুঝে নিতে পারছি না। তিনি কাগজপত্রও আমাদের দিচ্ছে না। আমি তুরস্ক প্রবাসী। বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশে আমাকে প্রধান আসামি করে প্রতারণামূলক একটি মিথ্যা মামলা দায়ের করেছেন চাচা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ৯টি পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। সম্মেলনে উপস্থিত ছিলেন- আব্দুল আজিজের ভাই ফারুক হাওলাদার, আবুল হোসেন, রুহুল আমিন, আ. মান্নান, বোন আসমা আক্তার, হেপী বেগম, রানী বেগম, ভাইয়ের স্ত্রী রুমা বেগম, হামিদা বেগম, ভাতিজী-তাবাচ্ছুমসহ তিনজন শিশু।
অভিযোগের বিষয়ে মিডফোর্ড হাসপাতালের অবসরপ্রাপ্ত হিসাবররক্ষক আব্দুল আজিজ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আমি ভাইয়ের কাছ থেকে কোনো টাকা নেইনি। বর্তমানে কোর্টে মামলা চলমান আছে। আমাদের ওয়ারিশ সম্পত্তির নামজারির কাজ চলছে। নামজারি হয়ে গেলে ভাইবোনদের যার যার অংশ তাকে বুঝিয়ে দেওয়া হবে।