আখাউড়া স্থলবন্দর দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১১:৫৪ এএম
হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বোত্তর রাজ্যগুলোর সঙ্গে আজ থেকে ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
তবে এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপারসহ কাস্টমস এর দাফতরিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে শনিবার (১৩ অক্টোবর) রোববার পর্যন্ত শারদীয় দুর্গোৎসবে বন্দরের সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
পরে দুই দিন আমদানি-রফতানি চলবে। এরপর লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৬ ও ১৭ অক্টোবর বন্দরের বাণিজ্য কার্যক্রম ফের বন্ধ থাকবে। পরের দিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। আগামী ১৯ অক্টোবর শনিবার সকালে ত্রিপুরায় মাছ রফতানির মধ্যদিয়ে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বিষয় নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দরের সহকারী কমিশনার (রাজস্ব) মো. ইমরান হোসেন।
আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ ওসি মো. খাইরুল আলম যুগান্তরকে জানান, পূজোতে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারত দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।