বগুড়ার শিবগঞ্জে জাপার সাবেক এমপির বিরুদ্ধে মামলা
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম
বগুড়ার শিবগঞ্জে জাপার সাবেক এমপি, বসুন্ধরা গ্রুপের এমডি, সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১২৩ জনের নাম উল্লেখ করে ৩২৩ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
ওমর ফারুক নামে এক ভিকটিমের পক্ষে উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বিপুল মিয়া মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানায় এ মামলা করেন।
বুধবার বিকালে ওসি আবদুল হান্নান জানান, মামলা রেকর্ড করা হয়েছে, তদন্তসাপেক্ষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার অন্যতম আসামিরা হলেন- বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ, তার ছেলে জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, শ্যালক সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সাবেক মহিলা দল নেত্রী বিউটি বেগম, তার স্বামী সাবেক সাব-রেজিস্ট্রার শাহ্ আলম, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ বিপুল ও রেজ্জাকুল ইসলাম রাজু, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম রূপম, রেজাউল করিম চঞ্চল ও শহিদুল ইসলাম শহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, সাবেক সভাপতি আজিজুল হক, আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম, নাগরিক ঐক্যের নেতা মুন্না চৌধুরী প্রমুখ।
বাদী বিপুল মিয়া এজাহারে উল্লেখ করেন, গত ৪ আগস্ট বিকাল ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে পৌঁছে। এ সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত আসামিরা হামলা চালায়। তারা মিছিলে অংশ নেওয়া ওমর ফারুককে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। গুলি ওমর ফারুকের দুই চোখে লেগে রক্তাক্ত জখম হয়।
ঘটনার সময় ফারুক ছাড়াও অনেকে আহত হন। পরে ধাওয়া করলে আসামিরা পালিয়ে যায়। ওমর ফারুককে প্রথমে বগুড়ার ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চোখের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। তার চোখ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় শিবগঞ্জ থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।