দৌলতখানে মেঘনায় তেলবাহী জাহাজে ডাকাতি, গ্রেফতার ১৫
দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পিএম
ভোলার দৌলতখানে মেঘনায় মঙ্গলবার সন্ধ্যায় এমটি ইউসিল নামে একটি তেলবাহী জাহাজে (ওয়েল ট্যাঙ্কার) ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় জলদস্যুরা ওই তেল ট্যাঙ্কারের চালক নূরের নবীসহ ৫ স্টাফকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে চালক গুরুতর আহত হন।
আহত চালক নূরের নবীকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় দৌলতখান থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১৫ ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতার ডাকাতদের থানা হেফাজতে রাখা হয়েছে।
চালক নূরের নবী বলেন, মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রাম পদ্মা অয়েল কোম্পানির জেটি থেকে ১৮ লাখ ১৬ হাজার ৪৫৮ লিটার জেট ফুয়েল লোড করে জাহাজটি নিয়ে নারায়ণগঞ্জ গোদলাইন পদ্মা অয়েল কোম্পানির ডিপোর উদ্দেশে রওনা দেই।
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ভোলার দৌলতখানের চৌকিঘাট এলাকায় পৌঁছলে একটি ইঞ্জিনচালিত নৌকায় ২০-২১ জন লোক দ্রুতগতিতে এসে আমাদের জাহাজের সঙ্গে লাগিয়ে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জাহাজে উঠে পড়ে।
এ সময় জলদস্যুরা আমাকেসহ জাহাজের স্টাফদের মারধর করে একটি কেবিনে জিম্মি করে রাখে। তারা জাহাজের স্টাফদের কাছে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা ও ৬টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
তিনি বলেন, জলদস্যুরা জাহাজে হানা দেওয়ার আগেই বিএইচএসের মাধ্যমে কাছাকাছি থাকা অন্য জাহাজে মেসেজ পাঠালে কয়েকটি জাহাজ এগিয়ে আসে। এ সময় জলদস্যুরা নদীতে ঝাঁপিয়ে পড়লে ১৫ জনকে আটক করা হয়।
দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ১৫ জলদস্যুকে আটক করা হয়েছে। তাদের বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। তারা এখন থানা হেফাজতে রয়েছে।