Logo
Logo
×

সারাদেশ

কুয়াকাটায় এবার ৪৬ কেজি ওজনের পাখি মাছ

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ পিএম

কুয়াকাটায় এবার ৪৬ কেজি ওজনের পাখি মাছ

পটুয়াখালীর কুয়াকাটায় এবার ৪৬ কেজি ওজনের একটি পাখি মাছ বিক্রি হয়েছে। বঙ্গোপসাগর থেকে আহরিত বিশাল আকৃতির এই পাখি মাছটি বিক্রি করেছেন পাথরঘাটার জেলে সোহেল রানা। 

বুধবার সকালে কুয়াকাটা মৎস্য মার্কেটে নিয়ে এলে মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

জানা গেছে, উপকূলে এসব মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে মো. হাসান নামের এক মাছ ব্যবসায়ী ২০০ টাকা কেজি দরে মাছটি ৯ হাজার ২'শ টাকায় কিনে নেন। তিনি ঢাকার কারওয়ান বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবেন বলে জানিয়েছেন।

জেলে সোহেল বলেন, এই প্রজাতির মাছ এখন কম ধরা পড়ছে। মাছগুলি বেশ শক্তিশালী আমার কাছে মনে হয়। আগে আরও বেশি ধরা পড়ত এই মাছ। সকালে কুয়াকাটা এই বাজারে নিলামের মাধ্যমে বিক্রি করেছি।

কলাপাড়া উপজেকলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিস, জেলেরা এটিকে পাখি মাছ হিসেবে জানেন। এই মাছগুলো গভীর সমুদ্র থাকে। ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো উপকূললে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। তবে আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। আশা করছি আরও বড় বড় সাইজের মাছ জেলেরা শিকার করতে পারবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম