
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০১:০১ এএম
সাবেক আইনমন্ত্রীর সহচর কসবায় শিক্ষক নেতাকে পুলিশে দিল জনতা

ব্রাহ্মণবাড়িয়া ও কসবা প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১০:৪১ পিএম

আরও পড়ুন
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহচর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার মাস্টারকে ছাত্র-জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার কাইমপুর ইউনিয়নের মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটেছে।
গ্রেফতার দেলোয়ার মাস্টার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামের বাসিন্দা। তিনি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠ সহচর এবং কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কসবা উপজেলার মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ জানায়, দেলোয়ার হোসেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠসহচার ছিলেন। ক্ষমতায় থাকাকালীন সময়ে আইনমন্ত্রী আনিসুল হকের প্রভাব দেখিয়ে শিক্ষকদের হয়রানি করেছেন। এছাড়াও ২০১৬ সালের মইনপুরের মামুন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।