Logo
Logo
×

সারাদেশ

লালমনিরহাটে ঊর্মির স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৪২ পিএম

লালমনিরহাটে ঊর্মির স্থায়ী বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদ আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বলে আখ্যা ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে কটাক্ষকারী সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে লালমনিরহাট সচেতন নাগরিক ও ছাত্র সমাজ।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাময়িক বহিষ্কার হওয়ায় ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি বিভিন্নভাবে ছাত্র-জনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টায় নিমজ্জিত ছিলেন। তিনি আসলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিয়ে কটাক্ষ করেছেন। তাই সেই ঊর্মিকে সাময়িক নয়, স্থায়ী বহিষ্কারসহ আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় তাপসী তাবাসসুম ঊর্মি নামের ওই ম্যাজিস্ট্রেটকে গত রোববার প্রথমে এক আদেশে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়। পরে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলির আদেশের পাশাপাশি সাময়িক বহিষ্কার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম