Logo
Logo
×

সারাদেশ

তিন দিন ধরে ভাতের দেখা নাই

Icon

মো. নাজিম উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ)

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পিএম

তিন দিন ধরে ভাতের দেখা নাই

‘ঘরে বন্যার পানি উঠেছে। রান্নার সুযোগ নাই। তিন দিন ধরে পরিবারে ভাতের দেখা নাই। বাড়িঘর গরু ছাগল ও জিনিসপত্র রাইখা যাইমু কই। ঘরের চিড়া মুড়ি খাইয়া এতদিন চলছি। আজ আত্মীয়র বাড়ি থেকে ভাত রান্না করে আনছে। নৌকায় এসে নিয়ে যাচ্ছি।’

এ কথাগুলো বলেছেন ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুলিরকান্দা গ্রামের ফারুক আহমেদের স্ত্রী মোছা. খাদিজা বেগম (৪০)।

তিনি আরও বলেন, কুলিরকান্দা গ্রামের ৩০০ পরিবার পানিবন্দি অবস্থায় আছে। এখন পর্যন্ত কেউ কোনো সহযোগিতা পায়নি। সবাই কষ্টে আছে।

একই গ্রামের বৃদ্ধ হারেছ আলী (৬৫) জানান, ঘরে পানি উঠায় রান্না বন্ধ রয়েছে। খাওয়ার কষ্টে আছি। কারো সহযোগিতা পাচ্ছি না। 

উপজেলার অধিকাংশ বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, গত ৩০ বছরের মধ্যে এমন বন্যা দেখেননি।

উপজেলার ছনধরা, সিংহেশ্বর ও ফুলপুর ইউনিয়নের প্রায় সব গ্রাম পানিতে তলিয়ে গেছে। এছাড়া ফুলপুর পৌর সদর, রূপসী, বালিয়া, বওলা, ভাইটকান্দি ও রামভদ্রপুর ইউনিয়নের অনেক গ্রামের অধিকাংশ এলাকা বন্যা প্লাবিত হয়েছে। এসব এলাকার আমন ফসল ও সবজিখেত বিনষ্ট হয়েছে। ফিসারির মাছ ভেসে গেছে। কৃষক ও এলাকাবাসী চরম হতাশায় দিনাতিপাত করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম