
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৭ এএম
পুত্রবধূর মৃত্যুর খবরে শাশুড়ির মৃত্যু

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ পিএম

আরও পড়ুন
কুড়িগ্রামের রাজারহাটে পুত্রবধূর মৃত্যুর খবর শুনে শাশুড়ির মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এ ঘটনাটি মঙ্গলবার উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির চেতনা গ্রামে ঘটেছে।
ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস প্রামাণিক জানান, চেতনা গ্রামের মৃত আব্দুল আউয়াল বকসির পুত্র মো. জাহাঙ্গীর আলম বকসীর স্ত্রী আক্তারুননাহার ময়না (৫০) অসুস্থ হলে সোমবার রাত ৮টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত ২টায় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি জানান, হাসপাতাল থেকে লাশ মঙ্গলবার সকালে বাড়িতে নিয়ে এলে কান্নাকাটির শব্দ শুনে অসুস্থ শাশুড়ি কোহিনুর বেগম আলো (৯০) বাড়ির বাহিরে পুত্রবধূর লাশ দেখে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বউ-শাশুড়ির মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও আত্মীয়স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল পুটিকাটা ঈদগাহ মাঠে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পুত্রবধূর জানাজা এবং বিকাল ৫টায় শাশুড়ির জানাজা শেষে পারিবারিক কবর স্থানে লাশ দাফন করা হয়েছে।