Logo
Logo
×

সারাদেশ

নাসার হ্যাকাথন প্রতিযোগিতায় মিরহার সাফল্য

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৯:২৯ পিএম

নাসার হ্যাকাথন প্রতিযোগিতায় মিরহার সাফল্য

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে এবং বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের চলতি বছরের ‘বাংলাদেশ পর্বে’ রাজশাহী বিজিবি স্কুলের শিক্ষার্থী মিরহা সেনায়াত বিশেষ সাফল্য অর্জন করেছে।

মিরহা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী পরিচালিত শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা এসএম আজম রাজশাহীর একজন ব্যাংক কর্মকর্তা। মা শাহিদা ফেরদৌসি একজন গৃহিণী। দুই বোনের মধ্যে মিরহা বড়। ছোট বোন মাহদিয়া নুসাইবা একই শিক্ষাপ্রতিষ্ঠানের কেজি ক্লাসের ছাত্রী।

মেধাবী ছাত্রী মিরহা তার এ সাফল্যের প্রতিক্রিয়ায় জানায়, ছোটবেলা থেকেই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার প্রতি আমার আগ্রহ অনেক বেশি। গত জুলাই মাসে রাজশাহীতে অনুষ্ঠিত অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের বাছাই পর্বে জয়ী হয়ে এ বিষয়ে আমার আগ্রহ আরও বেড়ে যায়। ঢাকায় নাসা আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে অনেক কিছু জানতে পেরেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। এত বেশি আনন্দ পেয়েছি যে, তা ভাষায় প্রকাশ করতে পারব না।

জানা গেছে, গত ৫ অক্টোবর থেকে রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) এবং অনলাইনে একসঙ্গে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত টানা ৩৬ ঘণ্টার এ হ্যাকাথন প্রতিযোগিতায় ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লার শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে গত ৬ অক্টোবর রাতে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের বিজয়ী দলের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ মিলিয়ে মোট ২৭ জনকে পুরস্কৃত করা হয়। একইসঙ্গে স্কুল শিক্ষার্থীদের দল ‘সোলার শ্যাডো’ পেয়েছে বিশেষ সম্মাননা।

সৌরজগতে গ্রহ-উপগ্রহ সম্পর্কে খেলতে খেলতে শেখার গেইম তৈরি করে এ সম্মাননা জিতেছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুবহা সাফায়াত সিজদার নেতৃত্বাধীন পঞ্চম শ্রেণির ছাত্রী সেজদা জাকির তারল্য, মিরহা সেনায়াত, আমিনুর রহমান সাজিম ও গোলাম তাহরীম বিন আরিক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম