
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পিএম
ডোবার পানিতে পড়ে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৪:১৫ পিএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাবা মায়ের অগোচরে ডোবার পানিতে ডুবে বাক প্রতিবন্ধী তাজিমা (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পানিশ্বহর ইউনিয়নের বেড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত তাজিমা উপজেলার পানিশ্বহর ইউনিয়নের বেরতলা এলাকার মো. নাছির মিয়ার মেয়ে। তাজিমা বাক প্রতিবন্ধী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে তাজিমা বাবা মায়ের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পূর্ব পাশের একটি ডোবায় পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক।