Logo
Logo
×

সারাদেশ

উপসহকারী প্রকৌশলীকে বিবস্ত্র করে মারধর, নির্বাহী প্রকৌশলী বদলি

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পিএম

উপসহকারী প্রকৌশলীকে বিবস্ত্র করে মারধর, নির্বাহী প্রকৌশলী বদলি

মাগুরা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত একজন উপসহকারী প্রকৌশলীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মাগুরায় একই দপ্তরের দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহকে ঢাকায় বদলি করা হয়েছে।

তার নতুন কর্মস্থল ঢাকায় সড়ক ভবনে। সেখানে প্রধান প্রকৌশলীর দপ্তর সংলগ্ন ছুটি, প্রশিক্ষণ ও প্রেষণজনিত সৃষ্ট সংরক্ষিত (সিভিল) পদে থাকতে হবে।

সোমবার সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে বদলি আদেশের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। একই প্রজ্ঞাপনে এএম আতিক উল্লাহকে ৯ অক্টোবরের মধ্যে দায়িত্বভার অর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তা এএম আতিক উল্লাহ ১৪ জুলাই নির্বাহী প্রকৌশলী হিসেবে মাগুরাতে যোগদান করেন; কিন্তু অধিকাংশ সময় জেলার বাইরে অবস্থান ছাড়াও অধস্তন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ২ অক্টোবর মাগুরায় সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ২৩ কর্মকর্তা কর্মচারী নিজেদের গণবদলির দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করে।

এ ঘটনার পর কর্মবিরতিতে অংশ নেওয়ায় ৬ অক্টোবর নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে এবং তারই নির্দেশে শিমুল হোসাইন নামে একজন উপসহকারী প্রকৌশলীকে শার্ট প্যান্ট খুলে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার পর একই দিন রাতে নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহসহ সুনির্দিষ্ট আরও ৪ জন এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মাগুরা সদর থানায় এ বিষয়ে একটি অভিযোগ করেন নির্যাতনের শিকার উপসহকারী প্রকৌশলী শিমুল।

এদিকে এ ঘটনা নিয়ে ৬ ও ৭ অক্টোবর যুগান্তর পত্রিকায় ও অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ার পর অভিযুক্ত নির্বাহী প্রকৌশলীকে মাগুরা থেকে বদলির আদেশ দেওয়া হয়। বদলির বিষয়টি সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইট এবং মাগুরা জেলা কার্যালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম