Logo
Logo
×

সারাদেশ

সৈকতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১০:৫১ পিএম

সৈকতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ ৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে কক্সবাজার শহরের সমিতিপাড়া সৈকত পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত স্কুলছাত্রের নাম মোহাম্মদ আসমাইন। তিনি কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া করিমুল হকের ছেলে এবং কক্সবাজার ভোকেশনাল ইন্সটিটিউটের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার পুলিশ সুপার মো. মাসুদুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে মোহাম্মদ আসমাইনসহ ৬ বন্ধু মিলে সাগরে গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যায়। স্থানীয় লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধারে নামেন এবং দুইজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আসমাইন ভেসে যায়। পরবর্তীতে সমিতিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম