বানের পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পিএম
নালিতাবাড়ী উপজেলার ঘোনাপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে বন্যার পানিতে ডুবে জিমি আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শেরপুর সদর উপজেলার চান্দেরনগর কড়ইতলা গ্রামের জামান মিয়ার কন্যা।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার জিমি তার মামার সঙ্গে নানার কুলখানি খেতে নানার বাড়িতে আসে। কিন্তু হঠাৎ করে বন্যা শুরু হওয়ায় সে কুলখানির অনুষ্ঠান স্থগিত করা হয়। সেও নানার বাড়ি থেকে যায়। সোমবার বেলা ১১টার দিকে সড়কের পাশে সমবয়সি এক মামার সঙ্গে খেলতে গিয়ে বন্যার পানিতে পড়ে যায়। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয়রা শিশুটির লাশ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ চানুয়ার হোসেন।
এর আগে উপজেলায় বন্যার পানিতে ডুবে খলিসাকুড়া গ্রামের ইদ্রিছ আলী (৭১), বাঘবেড় বালুচর গ্রামের রাজিয়া বেগম (৪০), নন্নী অভয়পুর গ্রামের মৃত বাছির উদ্দিনের দুই ছেলে আবু হাতেম (৩০), আলমগীর হোসেন (১৬) ও নামা বাতকুচি গ্রামে আব্দুল হাকিমের স্ত্রী জহুরা খাতুন (৪৫) মারা যান। এ নিয়ে নালিতাবাড়ীতে বন্যার পানিতে ৬ জন মারা গেলেন।