নগরীর দুই নম্বর গেট এলাকায় যুবককে খুঁটিতে বেঁধে তার চারপাশে নেচে-গেয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৭ এর একটি দল রোববার রাতে খুলশী থানার গরিবউল্লাহ শাহ মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- নগরীর খুলশী থানাধীন ঢেবারপাড় এলাকার এমএস দুলালের ছেলে মেহেদী হাসান সাগর (২৮) ও একই এলাকার মো. শান্ত (২৮)।
র্যাব সূত্র জানায়, পিটিয়ে হত্যার আগে ওই যুবকের স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করা হয়েছিল। গ্রেফতার দুজনের মধ্যে সাগর তাকে ফোন করে ডেকে নিয়ে যায়।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাতে আলোচিত এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছিল পাঁচলাইশ থানা পুলিশ। এ নিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হলো।
র্যাব-৭ সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গান গাইতে গাইতে খুঁটির সঙ্গে বেঁধে রাখা এক যুবককে পিটিয়ে মারছে কয়েকজন ব্যক্তি। গত ১৪ আগস্ট এ ঘটনা ঘটে।
মারধরে মৃত্যুবরণকারী যুবকের নাম মো. শাহাদাত হোসেন (২৪)। তাকে নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে ২ নম্বর গেট এলাকায় বেঁধে রাখা হয়েছিল। ১৪ আগস্ট রাতে নগরীর প্রবর্তক এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় শাহাদাতের চাচা মো. হারুন পাঁচলাইশ থানায় মামলা করেন। প্রথমে তার মৃত্যুর কারণ জানা না গেলেও পরে ছাড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল যুবক তাকে ঘিরে ধরে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান গাইতে গাইতে পেটাচ্ছে আর উল্লাস প্রকাশ করছে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ উল আলম জানান, গ্রেফতার সাগর ভিকটিম শাহাদাত হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে অপহরণ করে ভিকটিমের স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করে। এছাড়া গ্রেফতার মো. শান্ত ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছে। তাদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।