Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে থ্যালাসেমিয়া আক্রান্ত দুই সন্তান নিয়ে দিশেহারা বাবা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১০:৩৭ পিএম

চট্টগ্রামে থ্যালাসেমিয়া আক্রান্ত দুই সন্তান নিয়ে দিশেহারা বাবা

চট্টগ্রামে থ্যালাসেমিয়া আক্রান্ত দুই সন্তানের চিকিৎসা চালাতে নিরুপায় হয়ে পড়েছেন মিরসরাই উপজেলার বাসিন্দা অমল বড়ুয়া। তার দুই ছেলেমেয়ে চৈতী বালা বড়ুয়া (১৪) ও সুশান্ত বড়ুয়ার (১১) জন্য প্রতি মাসে তিন ব্যাগ করে ছয় ব্যাগ রক্ত দিতে হচ্ছে। ওষুধসহ তাদের জন্য খরচ হচ্ছে প্রায় অর্ধ লাখ টাকা। 

এই টাকা জোগাড় করতে দিনমজুর বাবাকে হিমশিম খেতে হচ্ছে। ইতোমধ্যে অমল বড়ুয়া সন্তানদের বাঁচাতে তার পৈতৃক সহায় সম্পত্তিও বিক্রি করে দিয়েছেন। বর্তমানে তাদের চিকিৎসা খরচ জোগাড় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। অমল বড়ুয়া মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের চরশরত গ্রামের বাসিন্দা। 

চৈতি বালা বড়ুয়ার মামা নিস্পদ বড়ুয়া বলেন, আমার বোনের দুই সন্তান দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তারা চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের ডা. ইন্দিরা চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তাদের ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি নিঃস্ব হয়ে গেছে। বর্তমানে এই অবুঝ দুই শিশুর চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের মানবিক বিত্তবানদের সাহায্য প্রয়োজন। 

তাদের সঙ্গে যোগাযোগ ও সাহায্য পাঠানোর বিকাশ নাম্বার: ০১৭৮৭-৮৬২৩৮৩, ০১৮৮২-৮১২৯৩১।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম