Logo
Logo
×

সারাদেশ

দুই সহযোগীসহ আফতাব চেয়ারম্যান আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর (সুনামগঞ্জ)

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১০:০৬ পিএম

দুই সহযোগীসহ আফতাব চেয়ারম্যান আটক

হাওড়াঞ্চলের সেই ওয়াটার লর্ড প্রয়াত জয়নাল আবেদীনের সন্ত্রাসীপুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিনকে দুই সহযোগীসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে।  

সোমবার সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান (বিপিএম) যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। আফতাবের সহযোগী গ্রেফতারকৃতরা হলেন- তাহিরপুরের কামড়াবন্দ গ্রামের কাঠ ব্যবসায়ী আব্দুস সহিদের ছেলে আফতাবের ভাগ্নে সজল সিদ্দিকী ওরফে সজল, উপজেলার সোহালা গ্রামের আব্দুর নূরের ছেলে আমিন মিয়া। 

নোহা গাড়িযোগে পালিয়ে যাওয়ার পথে রোববার মধ্যরাতে সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর সড়কের রাধানগর পয়েন্ট থেকে আফতাব ও তার সঙ্গে থাকা দুই সহযোগীসহ তিনজনকে ডিবি পুলিশ গ্রেফতার করে।  

আফতাব সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের হাওড়াঞ্চলের শোষকরূপী সেই ওয়াটার লর্ড প্রয়াত ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীনের ছেলে ও সদ্য অব্যাহতিপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান। আফতাব সিলেট ও সুনামগঞ্জে একাধিক মামলায় বিদেশে পালিয়ে যাওয়া পলাতক আসামি সদ্য সাবেক এমপি রনজিত চন্দ্র সরকার এমপির  চোরাচালান বাণিজ্য, নৌপথে টোল ট্যাক্সের নামে বালি পাথরবোঝাই নৌযান থেকে চাঁদাবাজি ও সীমান্তের জাদুকাটা নদীর তীর কাটা, শত শত ড্রেজার মেশিনে প্রায় শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরিকাণ্ডে ঘনিষ্ঠ সহযোগী ও উপজেলার বাদাঘাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক। 

সোমবার সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম ও তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেন যুগান্তরকে জানান, সুনামগঞ্জ সদর মডেল থানায় নাশকতা মামলা ছাড়াও আফতাবের বিরুদ্ধে তাহিরপুর থানায় সাইবার ক্রাইমসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন ও কমপক্ষে পাঁচটি জিডি রয়েছে।  

গোয়েন্দা পুলিশের অভিযানে থাকা অপর এক সদস্য জানান, একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত ইয়াবা আসক্ত আফতাব তার সহযোগীদের নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় নোহা গাড়িযোগে সড়ক পথে পালিয়ে যাওয়ার পথে রোববার রাত পৌনে ১টার দিকে গোয়েন্দা পুলিশের আগাম নজরদারি বৃদ্ধি করায় গোয়েন্দা জালে আফতাব ও তার সহযোগীরা গ্রেফতার হয়। 

আফতাবের ভাগ্নে সজল তাহিরপুর থানায় দ্রুতবিচার আইনে দায়েরকৃত মামলার চার্জশিটভুক্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং অপর সহযোগী আমিনের বিরুদ্ধে একাধিক মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।  

প্রসঙ্গত, গেল ৪ আগস্টের পর আওয়ামী লীগ সরকারের শাসনামলের অবসান হলে আফতাব ও তার সহযোগীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকি প্রদান করতে থাকে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার শিক্ষার্থী তাহিরপুর থানায় তাদের জীবন রক্ষার দাবিতে সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম