Logo
Logo
×

সারাদেশ

শিশুকে গণধর্ষণ শেষে হত্যা, ২ আসামির যাবজ্জীবন

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৭:০৬ পিএম

শিশুকে গণধর্ষণ শেষে হত্যা, ২ আসামির যাবজ্জীবন

চাঁদপুরের কচুয়ায় শিশুকন্যা জান্নাতুল নাঈম মিশুকে গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। এছাড়া প্রত্যেকের ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুল হান্নান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

আসামিরা হলেন- কচুয়ার বড় হায়াতপুর গ্রামের মনির হোসেনের ছেলে নুরুল আলম নুরা ও ফরিদগঞ্জ উপজেলার গব্দেরগাঁও ইউনিয়নের আমির হোসেনের ছেলে মো. সজীব।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন মাসুম হোসেন ভূঁইয়া। বাদীপক্ষে ছিলেন আব্দুল্লাহ আল মামুন ও রিয়াদ হোসেন মুনতাসীর। রাষ্ট্রপক্ষে ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের স্পেশাল পিপি শামসুল ইসলাম মন্টু।

মামলার সূত্রে জানা যায়, জান্নাতুল নাঈম মিশু বিলে যাওয়ার পথে আসামিরা তাকে গণধর্ষণ করে হত্যা করে খালে ফেলে রাখে। পরে ভিকটিমের মা ফাতেমা বেগম শেফালী বাদী হয়ে মামলা করেন। এই মামলায় ১৭ জনের সাক্ষ্য নেওয়া হয় ।

মামলার বাদী ফাতেমা বেগম শেফালী বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমাদের শিশু মেয়েকে গণধর্ষণ করে হত্যা করেছে আসামিরা। আমরা আসামিদের ফাঁসি চাই। আমরা এজন্য উচ্চ আদালতে যাব।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম