Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার্থীদের কর্মকাণ্ডে অবাক শিক্ষকরা

Icon

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ১১:০০ পিএম

শিক্ষার্থীদের কর্মকাণ্ডে অবাক শিক্ষকরা

বর্তমান সময়ে দেশের কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটছে অপ্রত্যাশিত ঘটনা। এ নিয়ে শিক্ষকদের মধ্যে বিরাজ করছে অজানা আতঙ্ক। ঠিক এ সময়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজে ব্যতিক্রমধর্মী কাজ করে শিক্ষকদের অবাক করল শিক্ষার্থীরা।

রোববার দুপুর ১টায় প্রতিষ্ঠানটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা টিফিনের টাকা দিয়ে শিক্ষক দিবস উদযাপনের আয়োজন করে শিক্ষকদের আশ্চর্যান্বিত করে। শিক্ষার্থীরা শিক্ষকদের কলম উপহার দেয়।

সিনিয়র শিক্ষক মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম।

সহকারী শিক্ষক সোহরাব আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক আজিজুল হক, জসিম উদ্দিন, ইমান উদ্দিন, কামরুল হুদা, মাসুক রানা, রত্না আক্তার, শামীম আহমদ, রাজিবিল্লাহ, মাহমুদা সিদ্দিকা, পাখি আক্তার ও আব্দুল হান্নান।

শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে ও কবিতা আবৃত্তি করে সাফা, মুনতাহিনা বরকত ও খাদিজাতুল কুবরা।

শিক্ষার্থীদের এমন আয়োজন দেখে আবেগাপ্লুত হয়ে শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনা করে কিন্তু কেউ কখনো আমাদের নিয়ে এমন আয়োজন করেনি। আজ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে আমরা বিস্মিত ও আনন্দিত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম