
প্রিন্ট: ১৮ মার্চ ২০২৫, ০১:৪৮ এএম
হাসিনাকে দুষলেন জিকে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ পিএম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, হবিগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেউ যদি পূজামণ্ডপে হামলা বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে তাদের ধরে পুলিশ ও সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে। শেখ হাসিনা ভারতে বসে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের হিন্দুরা যাতে শান্তিতে না থাকে।
শনিবার রাতে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে দলের কার্যালয়ে পৌর বিএনপির কর্মিসভায় তিনি এসব কথা বলেন।
পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালের উপস্থাপনায় সভায় পৌর বিএনপির সভায় ৯টি ওয়ার্ডে পূজমণ্ডপগুলোতে সার্বক্ষণিক পাহারায় ৯টি কমিটি গঠন করা হয়। তারা ৯ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপের সার্বক্ষণিক পাহারায় থাকবেন।
জেলার ৬৫০টি পূজা মণ্ডপেও স্বেচ্ছাসেবক থাকবে।