ভারতে বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাঁশখালীতে বিক্ষোভ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৪:২৪ পিএম
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি, বিভিন্ন মাজার ও জশনে জুলুসে হামলার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঁশখালী শাখার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বাঁশখালী সরকারি আলাওল কলেজ মাঠে মুহাদ্দিস আল্লামা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঁশখালী উপজেলা শাখার মুখপাত্র অধ্যাপক মুনিরুল ইসলাম আশরাফির সঞ্চালনায় সমাবেশে মাওলানা জাহাঙ্গীর আলম আল কাদেরী বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন, জাহাঙ্গীর আলম রেজভী, আবদুল মালেক আশরাফি, মাওলানা বশির আহমদ, অধ্যক্ষ হাফেজ আহমদ, আবদুর রহীম সিরাজী, এম মহিউল আলম চৌধুরী, মাওলানা কবিউল আমিন আশরাফি, মাওলানা সোলাইমান আল কাদেরী, মাওলানা আশেকুর রহমান আল কাদেরী, মাওলানা নেছার উদ্দীন মুনীরি আল কাদেরী প্রমুখ।
সমাবেশ শেষে আলাওল কলেজ মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে সারাদেশে মাজারে হামলা করছে একটি চিহ্নিত গোষ্ঠী। এমনকি জশনে জুলুসেও বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এমন কোন ঘটনা ঘটলে ধর্মপ্রাণ আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না।
সমাবেশ থেকে ভারতে মহানবি (স) কে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।