Logo
Logo
×

সারাদেশ

তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নাবিকের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ১২:৩৯ পিএম

তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নাবিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমটি বাংলার সৌরভ’ নামে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় সাদেক মিয়া (৬০) নামে এক নাবিক নিহত হয়েছেন। 

শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সাদেক মিয়া কুমিল্লার লাঙ্গলকোট এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। তিনি জাহাজের ক্রু ছিলেন। আগুন লাগার পর পানিতে ঝাঁপিয়ে পড়েন। এখন উদ্ধার করা যায়নি তাকে। 

কোস্টগার্ডের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান জানান, রাত পৌনে ১টার দিকে জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন লাগার সময় সাগরে টহলরত কোস্টগার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট বা দ্রুতগতির নৌযান গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে। মোট চারটি স্পিডবোট দিয়ে ৩৬ জনকে উদ্ধার করা হয়। 

এর আগে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বন্দরের ডলফিন অয়েল জেটিতে নোঙর করে রাখা বিএসসি’র তেলবাহী জাহাজে এমটি বাংলার জ্যোতিতে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড হয়েছিল। ওই ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম