Logo
Logo
×

সারাদেশ

ভাঙ্গায় ছাত্রলীগ-কৃষকলীগের সাবেক দুই নেতা কারাগারে

Icon

ফরিদপুর ব্যুরো ও ভাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:২৮ পিএম

ভাঙ্গায় ছাত্রলীগ-কৃষকলীগের সাবেক দুই নেতা কারাগারে

ফরিদপুরের ভাঙ্গায় ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহাগ ও উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ইশারত হোসেন।

ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোকসেদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গার কোটপাড় এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা সোহাগকে এবং আতাদী গ্রাম থেকে কৃষক লীগ নেতা ইশারতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম